WSL হচ্ছে Windows Subsystem for Linux যেটা windows এ GNU/Linux রান করার সুবিধা দেয়।
1। WSL enable ও WSL এ লিনাক্স distro install করার জন্য এই blog টা follow করা যেতে পারে https://linuxhint.com/install_ubuntu_windows_10_wsl/
2। docker এর সাথে WSL integration এর জন্য docker এর official ডকুমেন্টেশন https://docs.docker.com/desktop/windows/wsl/
[Note : যদি docker settings এর resource এ wsl integration এর option না আসে । তাহলে docker reinstall করলে সহজেই তা ফিক্স হয়ে যাবে ।]
3.এবার WSL এ install দেয়া লিনাক্স distro এর terminal এ code .লিখলেই docker এর remote container এ vscode চালু হয়ে যাবে ।